সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুমারখালীতে এমপি জর্জের কর্মী সম্মেলন  

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালীতে এমপি জর্জের কর্মী সম্মেলন  

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগেই জনসমুদ্রে পরিনত হয়।

কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সামছুজ্জামান অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। 

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুসার সঞ্চালনায় মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড, নিজামুল হক চুন্নু, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিশতাক করীম,আতিয়ার রহমান টুকু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁন তারেক প্রমুখ।

টিএইচ